শাস্তি পেলেন তামিম

মিরপুর টেস্টের চতুর্থ দিন। আউট হয়ে ফিরে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। যাওয়ার সময় কাছেই ছিলেন তামিম ইকবাল। তখন ওয়েডকে কি যেন বলেন তিনি। আবার কয়েকবার হাত নাড়িয়ে ওয়েডকে দেখিয়ে দেন ড্রেসিং রুমের পথ। আর এতেই ক্ষেপে যান অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার । তামিমের দিকে তেড়ে আসেন। ততক্ষণে এগিয়ে যান সাকিবরা। পরে আম্পায়ারের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।

তামিম কি বলেছেন, সেটি কোনো বিষয় না। তবে হাত নেড়ে ড্রেসিং রুমের পথ দেখানোতেই বিপত্তি। ম্যাচ শেষে রিপোর্ট করেন আম্পায়াররা। আর এতেই ম্যাচ রেফারির কক্ষে ডাক পড়ে তামিমের। ওয়েডের সঙ্গে ঝামেলা পাকানোয় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয় বাংলাদেশের ওপেনারকে। সঙ্গে যোগ হয় একটি ডিমেরিট পয়েন্ট। তবে তামিম গিয়ে বিষয়টি স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন হয়নি।

এদিকে গত ১৬ মার্চ শ্রীলঙ্কা সফরে কলম্বো টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তামিম। এ নিয়ে তামিমের এখন ডিমেরিট পয়েন্ট দুই।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি