পারভেজ মোশাররফকে পলাতক ঘোষণা, সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

পাকিস্তানের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক পারভেজ মোশাররফকে পলাতক ঘোষণা করে রায় দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে জারি করা হয়েছে চিরস্থায়ী গ্রেফতারি পরোয়ানা। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় এ রায় দেয় পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী বিশেষ আদালত।

২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকত বাগ এলাকায় বন্দুক ও বোমা হামলায় নিহত হয়েছিলেন বেনজির ভুট্টো। এ হত্যা মামলায় পারভেজ মুশাররফ একজন আসামি ছিলেন। শুরু থেকেই তিনি বিচার কার্যে অনুপস্থিত ।

১৯৯৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেসময়কার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপসারণ করে ক্ষমতা নেন মোশাররফ। ২০১৩ সাল থেকে বিভিন্ন মামলায় অভিযুক্ত হন তিনি। একইবছর ৫ এপ্রিল তার ওপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ২০১৬ সালের মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ের উদ্দেশে পাকিস্তান ছাড়েন মোশাররফ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি

Leave a Comment