রাজশাহীতে কথা কাটাকাটির জেরে আনসার সদস্যকে হত্যা

গতকাল শনিবার রাত ৮টার দিকে রাজশাহী মহানগরীর হেতমখাঁ বিদ্যুৎ অফিসের সামনে বন্ধুদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মিজানুর রহমান নামের এক আনসার সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত মিজানুর রহমানের বাড়ী নগরীর হেতমখাঁ সবজিপাড়া এলাকায়। মিজানুর ছিলেন টাঙ্গাইলের সখিপুরে আনসার বাহিনীর খেলোয়াড়।

স্থানীয়রা এ হত্যাকাণ্ডের জন্য মাধব নামে এক ব্যক্তিকে দায়ী করছেন। মাধবের বাড়ি হেতেমখাঁ এলাকায়। তিনি মিজানেরই বন্ধু ছিলেন। এলাকায় সুদ আর মাদকের ব্যবসা করেন মাধব। মিজানুর রহমান হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ জনতা হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।

এ প্রসঙ্গে বোয়ালিয়া মডেল থানার ওসি জানান, ছুটিতে মিজানুর রহমান রাজশাহীতে এসেছিলেন। সন্ধ্যায় বিদ্যুৎ ভবনের পাশের গলিতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এ সময় বন্ধুদের সাথে মোবাইলের লাইট বন্ধ করা নিয়ে কথা কাটাকাটি হয়। তখন হেতেমখাঁ এলাকার মাধব নামের এক ব্যক্তি এসে ছুরিকাঘাতে তাকে গুরুতর আহত করে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই মাধব পলাতক রয়েছে।

এদিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র বলেন, মিজানুরের মরদেহের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।