সোয়া কেজি স্বর্ণসহ শাহজালাল বিমানবন্দরে আটক ১

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহফেরত এক যাত্রীকে সোয়া কেজি স্বর্ণসহ আটক করেছে কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম।

এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তাকে আটক করা হয়। ওই যাত্রীর নাম ওমর ফারুক। জানা গেছে, ওমর ফারুকের লাগেজ গ্রিন চ্যানেল অতিক্রমকালে স্ক্যান করে তাকে আর্চওয়ে করানো হয়।

তার লাগেজের ভেতর স্ক্যানিংয়ে স্বর্ণ ধরা পড়ে। পরে তার প্যান্টের পকেট থেকে স্বর্ণ উদ্ধার ছাড়াও কাস্টম ব্যাগেজ কাউন্টারের লাগেজ খুলে ৮টি স্বর্ণবার ও তার পরিহিত প্যান্ট থেকে ২টি স্বর্ণবার এবং ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন আনুমানিক ১.২৫৮ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৩ লাখ টাকা। ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে স্বর্ণ ও যাত্রীর বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।