রাজধানীতে চা-সিগারেট খাওয়া নিয়ে মারামারি, একজনের মৃত্যু

রাজধানীর খিলগাঁও নন্দিপাড়ায় চা-সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মারধরে মইজ উদ্দিন (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে খিলগাঁও নন্দিপাড়া হাফিজ উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ মুগদা হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত মইজ উদ্দিনের বোন নয়ন তারা জানান, তাদের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। বর্তমানে খিলগাঁও নন্দিপাড়ায় একটি বাসায় একাই থাকতেন মইজ। তার একমাত্র ছেলে মোহন মালয়েশিয়া থাকেন। মোহন ছোট থাকতেই মইজ উদ্দিনের সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ হয়। বর্তমানে কিছুই করতেন না মইজ উদ্দিন। রোববার সন্ধ্যার দিকে চায়ের দোকানে কয়েকজন মিলে তাকে মারধর করেছিল। সোমবার সকালে পুলিশের মাধ্যমে মইজ উদ্দিনের মৃত্যুর সংবাদ পান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে মরদেহ দেখতে পান। মরদেহ ময়নাতদন্ত শেষে মরচুয়ারীতে রাখা হয়েছে। মইজ উদ্দিনের ছেলে মোহন বিদেশ থেকে আসার পর দাফন করা হবে।

খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, রোববার সন্ধ্যার দিকে খিলগাঁও এলাকায় চা সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মনির ও সুজনসহ কয়েকজন মইজ উদ্দিনকে মারধর করে। পরে আহত অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মুগদা জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মুখ-নাক থেতলানো ছিল।

তিনি আরও জানান, নিহত মইজ উদ্দিনের বোন নয়ন তারা বাদী হয়ে থানায় মনির (৩০) ও সুজন (৩১) এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামি ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

Scroll to Top