হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ, কে এই সোহাগ নুর?

ভূমিদস্যুতা,চাঁদাবাজি,মাদক সহ সকল অপকর্মের নেপথ্যে সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ নুর। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি হঠাৎ করে কোটি টাকার মালিক হয়ে আঙ্গুল ফুলে কলা গাছ।

সাধারণ মানুষের প্রশ্ন রাতারাতি কোটি টাকার মালিক কিভাবে হলেন সোহাগ নুর, প্রশ্নের উত্তরে তিনি বলতেন আমি জায়গা বিক্রি করছি। তবে স্থানীয় জনগণ বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ সোহাগ নুর অবৈধ মাদক ব্যবসা সহ নানা অপকর্মের সাথে জড়িত। সোনাগাজীর পূর্ব অঞ্চল মুড়ি প্রজেক্ট এরিয়ার আওতাধীন অঞ্চলে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটক সকলের কাছে চাঁদাবাজি এবং ডাকাতি করে আসছেন সোহাগ নুর ও তার পালিত সন্ত্রাসীরা। পর্যটক থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ীরা সোহাগ নুর এবং তার সহযোগীদের কাছে জিম্মি হয়ে আছে।

নূর হোসেন সেলিম নামে স্থানীয় এক ব্যক্তি প্রতিবাদ করতে গিয়ে সোহাগ নুর ও তার পালিত স্থানীয় সন্ত্রাসীদের রোষানলে পড়েন। গত ০৩/০৫/২৫ তারিখ গভীর রাতে সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে মারধর এবং বাড়িতে অগ্নিসংযোগ করে।

স্থানীয় জনতার দাবি দ্রুত আইনের আওতায় আনা হোক সোহাগ নুর ও তার সহযোগীদের।

Scroll to Top