ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের জেরে বিষপানে মোসা. জাহেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২০ জানুয়ারি দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের গোয়ালখালী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাহেদা বেগম গোয়ালখালী গ্রামের বাসিন্দা এবং মন্টু মোল্ল্যার স্ত্রী।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, কাউকে কিছু না জানিয়ে জাহেদা বেগম বিষ পান করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।





