শাহজালালে ৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ কার্টন আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দকৃত ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেটগুলো ইন্দোনেশিয়ার তৈরি। শুল্ক করসহ এসব সিগারেটের দাম প্রায় আড়াই লাখ টাকা।

আজ শনিবার মালেশিয়া থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ওই সিগারেটগুলো জব্দ করা হয়। কার্টনে ১০ হাজার শলাকা সিগারেট ছিল।

শুল্ক গোয়েন্দা জানায়, টাঙ্গাইলের কালিহাতীর বাসিন্দা মো. নুরুল ইসলাম মালেশিয়া থেকে বিজি-০৮৭ ফ্লাইটে বিমানবন্দরে আসেন। যাত্রী ৫ নং ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রমকালে আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেটসহ তাকে আটক করা হয়।

আমদানি নীতি আদেশ অনুযায়ী, প্যাকেটে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) ফাঁকি দেওয়ার জন্যই গোপনে এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ১৭৩১ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ