গাজীপুরে আরও ১৪২ জন করোনায় আক্রান্ত, বেশির ভাগই পোশাককর্মী

গাজীপুরে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে আরও ১৪২ জন। তাদের মধ্যে ১৩৩ জনই সিটি করপোরেশন ও সদর উপজেলার বাসিন্দা। আক্রান্তদের বেশির ভাগই গার্মেন্ট শ্রমিক। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮১৫ জনে। এর রমধ্যে ১৮২৩ জনই সিটি করপোরেশন ও সদর উপজেলার। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান শনিবার বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, সর্বশেষ ২৪০ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে আরো ১৪২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে ১৩৩ জনই গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলা বাসিন্দা। বাকি ৯ জন কালীগঞ্জে।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, সর্বমোট ১৯৭৪৯ জনের নমুনা পরীক্ষাশেষে জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে ২৮১৫ জনের। আক্রান্তদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলায় ১৮২৩ জন, কালিয়াকৈর উপজেলায় ৩২৯ জন, কালীগঞ্জ উপজেলায় ২২৪ জন, কাপাসিয়া উপজেলায় ১৬২ জন, শ্রীপুর উপজেলায় ২৭৭ জন রয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের।