রাজবাড়ীতে ট্রাফিক পুলিশের অভিযানে ২৬টি বালুবাহী ট্রাক জব্দ

ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে রাজবাড়ী থেকে ২৬টি বালুবাহী ট্রাক জব্দ করে মোটরযান আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিনগত রাত থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়।

রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তাজ জানান, রাজবাড়ী শহরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বালুবাহী ট্রাক চলাচল করায় রাস্তা নষ্ট হচ্ছে। জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট দিনগত রাত থেকে ১ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে ২৬টি বালুবাহী ট্রাক জব্দ করা হয়।

পরে মোটরযান আইনের অপরাধ অনুযায়ী প্রতিটি ট্রাকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়। একই সঙ্গে ট্রাকচালকদের সচেতন করা হয়, যেন তারা বালুবাহী বড় ট্রাক চালিয়ে রাস্তার ক্ষতি না করেন।

উল্লেখ্য, রাজবাড়ীতে এবারই প্রথম ট্রাফিক পুলিশের অভিযানে ২৬টি বালুবাহী ট্রাক জব্দ করা হলো। ট্রাকগুলো রাজবাড়ী পুলিশ লাইন্সের মাঠে রাখা হয়েছে।