আমিনবাজারে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের প্রধান গ্রেফতার

সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে আন্তজার্তিক নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম সিরাজকে (৪২) আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। এসময় তিন নারীকে উদ্ধার করা হয়।

বুধবার ভোর রাতে তাকে আটক করা হয়।

র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সমাজের অসহায় নারীদের বিদেশে ভালো বেতনে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে পাচার করে আসছিলো। পরে ভুক্তভোগী নারীরা র‌্যাব ৪ এর কাছে লিখিত অভিযোগ দিলে র‌্যাব পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম সিরাজকে ধরতে মাঠে নামে।

পরে আজ ভোর রাতে তিন নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে আমিনবাজার থেকে একটি গাড়িতে উঠারসময় হাতেনাতে পাচারকারী চক্রের প্রধানকে আটক করা হয়।

এসময় লিমা আক্তার (২২), পিয়াঙ্কা (২৯), ও তাসলিমা আক্তার আন্নিকে (২৭) উদ্ধার করা হয়। এসময় র‌্যাবের ওই কর্মকর্তারা আরও বলেন পাচারকারী ওই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও তার বিরুদ্ধে আজ দুপুরে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।