শাহজালালে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

বাংলাদেশ বিমানের মালয়েশিয়া থেকে আসা বিজি ০৮৭ ফ্লাইটের বিমানের সিটের নিচ থেকে বুধবার সকাল ৭টায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, বিমানটি সকাল সাড়ে ৬টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ফ্লাইটটি অবতরণের পূর্বেই বিশেষ নজরদারি বজায় রাখে। বিমানটি অবতরণের পরে শুল্ক গোয়েন্দা দল আকস্মিক তল্লাশিকালে বিমানের একটি সিটের নিচে ২০টি স্বর্ণের বারের সন্ধান পায়।

স্বর্ণেরবারগুলো কালো, হলুদ এবং বাদামি রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় ০২টি প্যাকেটে পাওয়া যায়। পরবর্তীতে কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার সামনে স্কচটেপ মোড়ানো প্যাকেট দুটি খুললে ১০টি করে মোট ২০টি স্বর্ণবার পাওয়া যায়। ১০০ গ্রাম করে ওজনের স্বর্ণবারগুলোর মোট ওজন ২ কেজি। যার বাজারমূল্য এক কোটি টাকা বলেও জানিয়েছে শুল্ক গোয়েন্দারা।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে