কালিয়াকৈরে বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ভবনের কক্ষে এ আত্মপ্রকাশ ও আলোচনার আয়োজন করা হয়।

কালিয়াকৈর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহসানের সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট, বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং অধ্যাপক ডা. এনায়েত করিম, এ সময় আরও বক্তব্য রাখেন যন্ত্র কৌশল বিভাগ, ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. প্রকৌশলী ইকবাল মাহমুদ, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন ও টাঙ্গাইলের ছায়ানীড় নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান।

উক্ত সভায় বক্তরা মুক্তিযোদ্ধের চেতনা আগামী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখার জন্য প্রতিটি এলাকায় একটি করে পাঠাগার গড়ে তুলার প্রত্যয় ব্যক্ত করেন।