তিতাসের অভিযানের খবরে পেয়েই কারখানায় তালা

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে রাজধানীর শ্যামপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অভিযান চলছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ অভিযান পরিচালিত হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন হকের নেতৃত্বে।

জানা গেছে, নামা শ্যামপুর এলাকায় আছে ২টা কয়েল ও ১টা বেকারি কারখানা। কিন্তু অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীরা অভিযানের খবর পেয়ে কারখানায় তালা দিয়ে পালিয়ে যান।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম জানান, এই এলাকায় দুইটি কয়েল কারখানা ও একটি বেকারিতে অবৈধ গ্যাস সংযোগ ছিল। খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করতে আসি। কিন্তু আমরা আসার আগেই তারা গেটে তালা লাগিয়ে চলে যায়।

এদিকে, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে সিদ্দিকুর রহমান নামে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Scroll to Top