রামগতিতে করোনা উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতির চরচমিজ এলাকায় করোনা উপসর্গ নিয়ে ২২ বছরের এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান এ শ্রমিক। করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এর আগে রবিবার দিবাগত রাতে স্থানীয় চর আফজাল গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। রাত ১২টার দিকে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য পাঠানো হয়। এ ঘটনায় মৃত ব্যাক্তির বাড়িসহ দুই বাড়ি লকডাউন করা হয় বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

স্থানীয়রা জানান, মৃত ওই ব্যক্তি গাজীপুরের আব্দুল্লাহপুর এলাকার একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন। ১২ দিন পূর্বে তিনি কর্মস্থল থেকে বাড়ি ফিরেন। দুই দিন ধরে জ্বর ও গলা ব্যাথায় ভুগছিলেন। পরে তাকে স্থানীয় বড়-খেরী উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এরপর বাড়িতে নেওয়ার পর ডায়রিয়া দেখা দিয়ে মারা যান তিনি।

সামাজিক সুরক্ষা মেনে রাত ১২টার দিকে তার লাশ দাফন করা হয়। এ ঘটনায় ২ বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন রামগতির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।