করোনা: কুড়িগ্রাম জেলা লকডাউন ঘোষণা

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় অবশেষে অনির্দিষ্টকালের জন্য কুড়িগ্রাম জেলা লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।

কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির’ সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। কুড়িগ্রাম সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধিসহ কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লকডাউনের সময় জরুরি সেবা ছাড়া কুড়িগ্রাম জেলায় সব ধরনের যানবাহন ও জনসাধারণের প্রবেশ এবং প্রস্থান নিষিদ্ধ করা হলো। লকডাউন চলাকালীন সড়ক, আকাশ ও নৌ-পথে জেলায় আগমন ও বর্হিগমনসহ আন্তঃজেলা যোগাযোগ বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা লকডাউনের আওতামুক্ত থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

আক্রান্তরা সবাই নারায়ণগঞ্জ ও গাজীপুর ফেরত। নতুন সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত বলবত থাকবে।