করোনা: ভোলায় শিশুসহ দুইজন রোগী আক্রান্ত

দ্বীপ জেলা ভোলায় প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে শিশুসহ দুজনের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন রতন কুমার ঢালী।

এদের মধ্যে একজন সাড়ে ৮ বছরের কন্যা শিশু। তার বাড়ি জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তার কোন লক্ষণ প্রকাশ পায়নি। শিশুটির ফুফু বোরহানউদ্দিন হাসপাতালের স্টাফ বলে জানা গেছে। অপরজন বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ২২ বছরের এক যুবক। মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডাক্তার মাহমুদুর রশিদ জানান, আক্রান্ত যুবকের কোন লক্ষণ প্রকাশ পায়নি। তিনি গত মঙ্গলবার ঢাকা থেকে এসেছেন। এই সংবাদ পেয়ে সন্দেহবশত তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল।

ভোলা জেলায় করোনা শনাক্তের জন্য ২৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে ২১৬ জনের ফলাফল জানা গেছে। তাদের মধ্যে শুধুমাত্র দুজনের করোনা শনাক্ত হয়েছে। আর ২৭ জনের নমুনার ফলাফল জানা যায়নি। ওই কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার রাত থেকেই ওই যুবকের বাড়িতে লালপতাকা টানিয়ে লকডাউন করা হয়েছে।