রাজশাহীতে বন্যার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

রাজশাহীর বাগমারায় চলমান বন্যার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পা পিছলে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়। তারা হলো যোগীপাড়া ইউনিয়নের ভাতঘরপাড়া গ্রামের ইউনুছ আলীর মেয়ে হিরা খাতুন (১৬) ও তার ভাই ইউরান হোসেন (৮)।

হিরা স্থানীয় কছির উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং ইউরান প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। দুজনের কেউই সাঁতার জানত না।

বাগমারার যোগীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল ও স্বজনরা জানান, বন্যার পানি বাড়ার কারণে ইউনিয়নের অনেক এলাকা ডুবে গেছে। এর মধ্যে ভাতঘরপাড়া একটি। এই গ্রামের সব রাস্তাঘাট ডুবে গেছে।

আজ রবিবার বেলা আড়াইটার দিকে হিরা খাতুন ও ইউরান হোসেন রাস্তার হাঁটুপানি দিয়ে হেঁটে গ্রামের এক পরিচিত ব্যক্তির বাড়িতে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর পা ফসকে রাস্তার নিচে পানিতে পড়ে যায় ইউরান হোসেন। তাকে উদ্ধার করতে পানিতে নেমে পড়ে হিরা খাতুন। দুজনেই পানিতে ডুবে মারা যায়। পরে ওই পথ দিয়ে যাওয়ার সময় একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাঠকর্মীরা টের পেয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।