কাশিমপুরে বাসাবাড়িতে আগুন, ১৬ কক্ষ পুড়ে ছাই

বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের প্রশাসনিক অঞ্চল গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসাবাড়িতে আগুন লেগে ১৬টি কক্ষ পুড়ে গেছে। রোববার (৪ এপ্রিল) রাত ১০ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. মিরাজুল ইসলাম জানান, কাশিমপুর বাসস্ট্যান্ড এলাকায় হযরত আলীর সেমিপাকা টিনশেডের বাসাবাড়িতে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই বাসা বাড়ির ১৬টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।