নাটোরে কালবৈশাখী ঝড়ে ডাল ভেঙে পড়লো চলন্ত গাড়ি ওপর

নাটোরের গুরুদাসপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে পৌর সদরের কামারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় চলন্ত একটি গাড়ির ওপর বেল গাছের মোটা ডাল ভেঙে পড়েছে।

গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গাছের ডালটি গাড়ির ওপর ভেঙে পড়লেও গাড়িচালক সুমন, তার স্ত্রী, শিশু সন্তানসহ একই পরিবারের পাঁচ জন প্রাণে বেঁচে যান। গাড়ির চালক সুমন উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাসিন্দা। তিনি ভাড়ায় গাড়ি চালান।

ঝড় কমলে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছের ডাল কেটে গাড়িটি উদ্ধার করেন।

এই ঘটনার প্রসঙ্গে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঝড়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতো। গাছের ডাল ভেঙে চলন্ত কারের ওপর পড়লে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় চালকসহ সবাই। গাড়িটি ভাঙা ডালের নিচ থেকে উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।