শেরপুরে ১৫ কেজি গাঁজা উদ্ধার

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের প্রশাসনিক অঞ্চল বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে থাকা দুই আরোহীকে ধাওয়া করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় পুলিশকে দেখে গাঁজাগুলো ফেলে পালিয়ে যায়।

জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার মহিপুর এলাকায় থানার এসআই রবিউল ও অন্যান্য পুলিশ সদস্যরা ডিউটি করছিলেন। এসময় বগুড়া হতে আসা একটি মোটরসাইকেলে ২ জন আরোহী আসে। তাদের থামতে সিগনাল দেন।

কিন্তু তারা না থেমে দ্রুত গতিতে পালিয়ে যায়। এসময় পুলিশ সদস্যরা তাদের পিছু ধাওয়া করতে থাকে। ধাওয়ার এক পর্যায়ে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের মামুরশাহী পশ্চিম পাড়া কবরস্থানে এলাকায় রাস্তার উপর ব্যাগ ও মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় ওই ব্যাগ খুলে ৩টি প্যাকেটে গাঁজা পাওয়া যায়। প্যাকেটে থাকা গাঁজা ওজন করলে ১৫ কেজি হয়।

বগুড়ার শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, জনগণের সহযোগিতায় একটি কালো ব্যাগ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। দুই আরোহী পালিয়ে গেলেও তাদের খোঁজা হচ্ছে।