এবার কোরবানির হাটে ঝিনাইদহে সেরার লড়াইয়ে নামবে ‘নেইমার’

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিশালাকৃতির গরু ‘নেইমারের’ দেখা মিলেছে ঝিনাইদহের কালীগঞ্জে। এখনই দাম ১৫ লাখ টাকা হাঁকাচ্ছেন গরুর মালিক। বিশাল এই ষাঁড়টি দেখতে আশপাশের মানুষ প্রতিদিনই ভিড় করছেন।

গরুর মালিক এনামুল হোসেন বলেছেন, শখ করে গরুটির নাম রেখেছি ‘নেইমার’। দুই বছর আগে পাশের গাজীর বাজার গরুর হাট থেকে দুই লাখ টাকায় কিনেছিলাম। বাবা ও দুই ভাই গরুটি লালন-পালন করেন। তিনজনই প্রতিদিন গরুর পেছনে সময় দেন। দুই দাঁতবিশিষ্ট গরুটি ১৫ লাখ টাকায় বিক্রি করব। এবার নেইমারকে কালীগঞ্জ কোরবানির পশুর হাটে তোলা হবে।

তিনি আরও জানান, গরুর ওজন হবে প্রায় এক হাজার কেজি। প্রতিদিনই প্রায় ৫০০ টাকার খাবার দিতে হয়। খাবারের মধ্যে ছোলা, খেসারির ডাল, ভুট্টা, কুঁড়ো, খইল, ভাত ও কাঁচা ঘাস রয়েছে।

প্রতিবেশী মাসুদ রানা জানান, মালিক খুব যত্ন করে গরুটির। এর আগে এই গ্রামে কখনও এমন বড় গরু দেখিনি।

কালীগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান জানান, এনামূল বিভিন্ন সময় পরামর্শ নিয়েছেন। কালীগঞ্জ উপজেলায় গরু মোটা-তাজাকরণ যারা করছেন তাদের সবাইকে প্রশিক্ষণ দিয়েছি এবং নিরাপদ মাংস উৎপাদনের জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছি। উপজেলায় এবার কোরবানি ঈদকে সামনে রেখে ১৩ হাজার ২৩৬টি গরু ও ৭ হাজার ১৭১টি ছাগল প্রস্তুত আছে।