রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে বিদেশি পিস্তলসহ আবুল হাসেম সুজন (৫৩) নামে এক ঠিকাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে যৌনপল্লির আইয়ুব মেম্বারের এক ভাড়াটিয়ার ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া বড়মুরারীপুর এলাকার মৃত আলী মিয়ার ছেলে। তিনি রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লির আইয়ুব মেম্বারের ভাড়াটিয়ার ঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ঠিকাদার আবুল হাসেম সুজনকে গ্রেফতার করা হয়েছে।
ওসি জানান, এ ব্যাপারে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।