১ দফা আন্দোলন বিএনপিই শুরু করেছিল এবং আমরাই স্বৈরাচার পতন করেছি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি জোর করে ক্ষমতায় যেতে চায় না। বলেন, আমরা বিএনপি ১ দফা আন্দোলন শুরু করেছি এবং আমরা স্বৈরাচার পতন করেছি। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের পৌর উদ্যানে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কথায় কথায় সংস্কার বলেন। সংস্কার খায় না মাথায় দেয়? দেশ সংস্কার করেছে জিয়াউর রহমান। তিনি বাড়ি বাড়ি গেছেন, খালেদা জিয়া কাজ করেছেন। তিনিই প্রথম সংস্কারের ঘোষণা দিয়েছেন। ৩১ দফার মধ্যেই সংস্কার রয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি জোর করে ক্ষমতায় যায় না, শোনা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দিতে পারে। তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কোন নেতাকর্মী যদি অত্যাচার ও নিপীড়ন করে তাহলে আপনারা জানাবেন যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেন, শেখ হাসিনা সরকার মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসির আদেশ দিয়েছিল। কারাগারে ভয়ঙ্কর নির্যাতন করা হয়েছে। ড্রিল মেশিন দিয়ে পা ছিদ্র করে দেয়া হয়েছে। অত্যাচারীদেরকে কখনও আল্লাহ ক্ষমা করেননি শেখ হাসিনাকেও ক্ষমা করবে না।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, ৫ আগস্টের পর বলেছিলাম, গণঅভ্যুত্থানের পর মুক্ত বাংলাদেশ পেয়েছি। তখন ভেবেছিলাম আর রাজপথে নামতে হবে না, কিন্তু বড় দুঃখের বিষয় এই সরকারও সেই পথেই হাঁটছে।

প্রসঙ্গত, ২০০৪ সালের একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় আব্দুস সালাম পিন্টুকে ফাঁসির আদেশ দেয় আদালত। এরপর গত ৫ আগস্ট সরকার পতন হলে এই মামলায় খালাস পান আব্দুস সালাম পিন্টু। রোববার নিজ জেলা টাঙ্গাইল বিএনপি তাকে সংবর্ধনা দেয়।

Scroll to Top