নওগাঁয় কয়েক দিন ধরেই শীতের দাপট বেড়েছে। সকাল হলেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঝিরঝির কুয়াশায় রাস্তাঘাট ভিজে যাচ্ছে। দিনভর কনকনে ঠাণ্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন।
আজ রোববার (২১ ডিসেম্বর) বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে, সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের তীব্রতায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাত ও ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সঙ্গে হিমেল বাতাস শীতের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। এমন আবহাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষজন।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত দুই দিন ধরে সূর্য মেঘ ও কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। এ কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। তিনি খুব প্রয়োজন ছাড়া ভোরে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন।







