আটকে পড়াদের নিয়ে দোহা থেকে বিশেষ ফ্লাইট আগামী ১ জুন

একটি বিশেষ ফ্লাইট আগামী ১ জুন কাতার এয়ারওয়েজের দোহা থেকে ঢাকা যাবে। ইউরোপসহ কাতারে আটকে পড়া বাংলাদেশিরা এই ফ্লাইটে দেশে ফিরতে পারবেন। দোহা থেকে ঢাকাগামী বিশেষ ফ্লাইট ডেনমার্ক, এস্তোনিয়া, আইসল্যান্ডে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের এই ফ্লাইটে আসার আহ্বান জানিয়েছে কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস।

এক জরুরি বর্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ইউরোপে আটকে পড়া বাংলাদেশিদের ঐ ফ্লাইটে দেশে ফেরানোর চেষ্টা করছে। ডেনমার্ক, আইসল্যান্ড ও এস্তোনিয়ায় আটকে পড়া কোনো বাংলাদেশি ঐ ফ্লাইটে বাংলাদেশ প্রত্যবর্তনে আগ্রহী হলে আজকের মধ্যে নিম্নলিখিত তথ্যসমূহ mission.copenhagen@mofa.gov.bd এড্রেসে ইমেইলে করার জন্য অনুরোধ করা হয়েছে। তথ্যের প্রয়োজনে +45 9168 1527 নাম্বারে ফোন করা যেতে পারে।

একটি বিশেষ ফ্লাইট, ফলে এর ভাড়া স্বাভাবিকের চেয়ে বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে। আনুমানিক যাত্রীর সংখ্যা জানার পর কাতার এয়ারওয়েজ কর্তৃক প্রকৃত ভাড়ার পরিমাণ নিরূপণ করা হবে। আগ্রহী যাত্রীদের তাদের বর্তমান অবস্থান থেকে দোহা পৌঁছানোর জন্য এয়ার টিকেট/ফ্লাইট ব্যক্তিগত ভাবে ব্যবস্থা করতে হবে।