বাজারে আসছে গ্রীষ্মকালীন সবজি, শীতের সবজির দরপতন

রাজশাহীর বাজারে গ্রীষ্মকালীন নতুন সবজি আসায় কমতির দিকে শীতের সবজির দাম। মৌসুমের নতুন সবজি কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। শীত মৌসুমের শেষপর্যায়ে পাইকারি বাজারে বেশ কয়েকটি সবজির দরপতনে লোকসানের মুখে কৃষক। তবে স্বস্তি ফিরেছে বাজারের খুচরা ক্রেতাদের মাঝে।

খড়খড়ি বাজার রাজশাহীর সবচেয়ে বড় সবজির হাট। দুর্গাপুর, পবা, চারঘাটসহ চার উপজেলার বাজারে বেড়েছে সবজির সরবরাহ। এখন শীতকালীন সবজির পাশাপাশি মিলছে আগাম জাতের পোটল, করলা, ঢেঁড়স আর শজনে ডাঁটা। তবে, বাজারে নতুন সবজির দাম বেশি, পোটল-৩৫-৪০, ঢেঁড়স-৭০-৮০ টাকা আর গুটি করলা বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা জানান, বাজারে নতুন সবজি হিসেবে আসছে করোলা, দেডস, পোটল। এগুলো দাম অনেক বেশি।

এদিকে এক সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির দাম কমেছে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত। রাজশাহীর খড়খড়ি বাজারে ফুলকপি ৫ থেকে ৭ টাকা, বাঁধাকপি ৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১০ থেকে ১৫ টাকায় মিলছে শিম, টমেটোসহ অন্যান্য সবজি। খড়খড়ি বাজারের ইজারাদার মো. সাদিকুল ইসলাম নয়ন বলেন, বাজারে সরবরাহ বেশি থাকলেও তুলনামূলক ক্রেতা কম থাকায় বেচাকেনা কম।