বাংলালিংকে ৮০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা

আগামী ৩ বছরে বেসরকারি মোবাইল ফোন অপরেটর বাংলালিংকে ১০০ কোটি মার্কিন বা ৮ হাজার কোটি টাকা বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন- ইভস্‌ সার্লিয়ার।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন।

জন- ইভস্‌ সার্লিয়ার বলেন, আগামী ৩ বছরে বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ইচ্ছা রয়েছে। যার মধ্যে প্রায় ৫০০ মিলিয়ন ডলার ব্যয় হবে শুধু নেটওয়ার্ক উন্নয়নের জন্য। এর ফলস্বরূপ আরও বেশি নতুন ডিজিটাল সার্ভিস, গ্রাহকদের সন্তুষ্টি ও সত্যিকার অর্থে ডিজিটাল জীবনযাপন বাস্তবায়ন করা যাবে।

বাংলালিংকের চিফ টেকনোলজি অফিসার পিয়েরে বউট্রস ওবেইদ বলেন, সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণ করার ক্ষেত্রে বাংলালিংক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা বিশ্বাস করি, ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে ভবিষ্যতের দ্বার উন্মোচিত হবে এবং ফোর-জি প্রযুক্তি আমাদেরকে এই সার্ভিস প্রদান করতে সক্ষম করে তুলবে। সবার জন্য সার্বিকভাবে ডিজিটাল জীবনযাপন নিশ্চিত করার জন্য সর্বোৎকৃষ্ট ফোর-জি নেটওয়ার্ক প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম