নতুন কারিকুলামে সমস্যা থাকলে সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী

নতুন কারিকুলাম বা শিক্ষাক্রমের আওতায় মূল্যায়ন পদ্ধতিতে কোনো দুর্বলতা বা সমস্যা ধরা পড়লে তা সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মন্ত্রীর দায়িত্ব নেওয়ার শুরুর দিন আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আজ রবিবার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, \’মূল্যায়ন নিয়ে একটা আলোচনা আছে, সেই মূল্যায়ন যাতে কোনো প্রতিবন্ধকতায় পরিণত না হয়, সেটাকে আমরা বিবেচনায় রেখে এগিয়ে যাব। শিক্ষাবর্ষ মাত্র শুরু হয়েছে। ধারাবাহিক মূল্যায়নের কাজগুলোও শুরু হয়েছে। কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা মনে হয়, তাহলে পরিবর্তন অবশ্যই আসবে।\’

শিক্ষামন্ত্রী বলেন, \’আমাদের দলের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদ শিক্ষা মন্ত্রী ছিলেন, আমাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। উনারা সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ডা. দীপু মনির সঙ্গে কাজ করেছি। চ্যালেঞ্জ দেখেছি। তিনি সফল মন্ত্রী। শিক্ষা রূপান্তরের কাজ করছি। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের কাজ চলছে। ধারাবাহিক মূল্যায়নের কাজগুলোও শুরু হয়েছে।\’

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, \’শিক্ষায় একটা ধারাবাহিকতা থাকে। এখানে নতুন করে কিছু করার অবকাশ নেই। সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে রূপান্তর ও স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। স্মার্ট সিটিজেন তৈরির জন্য স্মার্ট এডুকেশন সিস্টেম আমাদের প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা কাজ করব।\’

স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য কর্মসংস্থান তৈরি করাও প্রয়োজন মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, \’আমাদের এবারের রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে কর্মসংস্থান। স্মার্ট সিটিজেন তৈরি করার জন্য কর্মসংস্থান তৈরি করা প্রয়োজন। কর্মসংস্থানের জন্য মাল্টি স্ক্রিল স্মার্ট সিটিজেন আমাদের প্রয়োজন। এছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণায় জোরদার করা প্রয়োজন।\’

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি অবৈতনিক করার উদ্যোগ নেবেন বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

গত পাঁচ বছর ধরে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বে থাকা তিনি এবার শিক্ষা মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর ছেলে।

প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজের দপ্তরে পৌঁছালে কর্মকর্তারা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে দেন। পরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

নতুন শিক্ষামন্ত্রীর প্রতি শুভকামনা জানিয়ে নিজের নতুন দপ্তরের দায়িত্ব বুঝে নিয়েছেন ডা. দীপু মনিও। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগদানের প্রথমদিনই প্রধানমন্ত্রীর আস্থা পূরণে সর্বাত্মক চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন সমাজকল্যাণমন্ত্রী।

Scroll to Top