চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় আজ সোমবার একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে। একইসঙ্গে হামলার সময় ব্যবহার করা লণ্ঠিত অস্ত্র পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জোবরা ফতেপুর এলাকার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক উন্নয়নের জন্য ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জারি থাকবে ১৪৪ ধারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
রোববার (৩১ আগস্ট) রাত ৭টা ২০ মিনিটে উপাচার্যের সম্মেলন কক্ষে চলমান পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভা শুরু হয়ে চলে রাত সাড়ে ১০ টা পর্যন্ত। সভায় এসব বিষয় তুলে ধরা হয়।
আরও পড়ুন: চবি ও বাকৃবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দীন বলেন, ‘আমরা চাই এক সপ্তাহের মধ্যে এই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক। আহতদের চিকিৎসার সমস্ত খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, ‘৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্রদের যে দাবিগুলো ছিল, সবকটিই মেনে নেওয়া হয়েছে। এর মধ্যে চাকসু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও বাস্তবায়নের পথে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ ছাড়া অন্য কোনো বিষয় আমাদের চিন্তায় নেই।’
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘এ ঘটনায় ৫০০ এর বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। কিন্তু জোবরা গ্রামের কেউ আহত হয়নি, যা প্রমাণ করে এটি একপাক্ষিক হামলা। আমি স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দিচ্ছি, আজকের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য রাতে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তা না হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে।’
সভায় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধি উপাচার্য , উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা, প্রক্টরিয়াল বডির সদস্যরা, সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল রহমান, সিন্ডিকেট সদস্য হাসমত উল্লাহ, পুলিশ প্রশাসন থেকে হাটহাজারী থানার ওসি, জেলা প্রশাসক, বিভিন্ন সংস্থার লোকজন, জাকির হোসেন সাবেক স্থানীয় চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান।







