দুর্গা পূজা উদযাপন করায় সামাজিক মাধ্যমে জয়া-নুসরাতকে আক্রমণ

দুর্গা পূজা উদযাপন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ করা হচ্ছে জয়া আহসান ও কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে। জয়া আহসান বাংলাদেশের পাশাপাশি কলকাতা চলচ্চিত্রেরও জনপ্রিয় মুখ।

এ নিয়ে সোমবার খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
গত ৩০ সেপ্টেম্বর ছবি পোস্ট করে ফেসবুকে জয়া লিখেন, \’আমাদের বাড়ির দুগ্গা পুজোতে আমি আর মা …শুভ নবমী। \’ বিসর্জনের দিনও নিজের একাধিক ছবি পোস্ট করেছেন জয়া। রবিবার জয়া ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, \’সকালবেলা ঘুম ভেঙেই দেখি টেবিল এ রাখা মার হাতের মহররমের খিচুড়ি । এই খিচুড়ি খাবার জন্য পুরো একটা বছর অপেক্ষা করতে হয়.. .\’

এনিয়ে ফেসবুকে অনেকেই কটু মন্তব্য করছেন। এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়াকে জয়া বলেন, \’যারা সহজেই ইন্টারনেট সুবিধা পেয়েছে তারা আমাদের দেশ সম্পর্কে কিছু জানে না। তাদের শিক্ষার অভাব রয়েছে, ইসলাম ধর্ম নিয়েও তারা সচেতন নয়। এ ধর্ম সবাইকে একতাবদ্ধ করে, বিভাজন সৃষ্টি করে না। \’

এদিকে, বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে ফেসবুকে, টুইটারে একাধিক ভিডিও পোস্ট করেন নুসরাত। ১০ দিন ধরে দুর্গা পূজা উদযাপন করা হয়। প্রায় প্রতিদিনই পূজা উদযাপনের ছবি পোস্ট করেছেন তিনি। সবাইকে পূজার শুভেচ্ছা জানিয়েছেন।

এ নিয়ে সমালোচনা হলে ফেসবুকে নুসরাত লিখেন, \’আমরা সবাই মানুষ, বর্ণ-ধর্ম-রাজনীতি-সম্পদ আমাদের আলাদা করেছে। মানুষ শিক্ষিত হলেও মানবিকতা অর্জন করতে পারেনি। বলতেই পারেন আমি ধার্মিক নই… আমি বিশ্বাস করি প্রথমে আমি মানুষ- প্রথা ও কুসংস্কারের চেয়ে মানুষই বেশি গুরুত্বপূর্ণ। আগে মানুষ হোন। \’

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল