আত্মহত্যা বলে মনে হচ্ছে না, সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন স্বস্তিকা

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্ত করছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। তদন্ত চলাকালীন প্রত্যেক দিনই উঠে আসছে নানান তথ্য। যদিও সুশান্তের মৃত্যুর ঘটনায় প্রথমে \’মানসিক অবসাদ\’-এর তত্ত্বই দাঁড় করেছিল মুম্বাই পুলিশ। বর্তমানে মামলা অবশ্য অন্য দিকেই মোড় নিচ্ছে।

\’দিল বেচারা\’ ছবির \’কিজি বসু\’র মায়ের চরিত্রে দর্শকদের মন কেড়েছেন। তবে স্বস্তিকা এখন \’সুজাতা\’। ৩ সেপ্টেম্বর মুক্তি পাবে তাঁর \’তাসের ঘর\’ ছবিটি। \’তাসের ঘর\’-এর সুজাতাকে নিয়ে কথা বলতে গিয়ে সেই ঘুরে ফিরে উঠে এল সুশান্তের প্রসঙ্গ।

শেষ ছবি \’দিল বেচারা\’র শ্যুটিং চলাকালীন ঠিক কেমন ছিলেন সুশান্ত? তাঁকে কি কখনও আদৌ মানসিক অবসাদগ্রস্ত বলে মনে হয়েছিল? সম্প্রতি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে \’তাসের ঘর\’ ছবি নিয়ে কথা বলার সময় আবারও ফিরে এল সুশান্ত প্রসঙ্গ।

এক প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, দেখো এখন সিবিআই তদন্ত করছে। যেধরনের তথ্য উঠে আসছে, তাতে কিছুই মনে করার অবকাশ নেই। সবকিছুই তথ্য-প্রমাণের ওপর নির্ভর করছে। তবে যা তথ্য উঠে আসছে, তাতে অন্তত আত্মহত্যা বলে মনে হচ্ছে না।

সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে মানসিক অবসাদের কথা বলা হচ্ছে। দিল বেচারা ছবির শুটিং চলাকালীন তাকে এমনটা মনে হয়েছিল কিনা-এমন প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, কারও মুখ দেখে কে অবসাদে আছে, আর কে নেই, সেটা বোঝা যায় না। অনেক সময় ২৪ ঘণ্টা একসঙ্গে থেকেও বোঝা যায় না। এমন ঘটনার কথাও শুনেছি রাতে একসঙ্গে ডিনার করেছে, তারপরে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। হয়তো দিনের বেলা অফিসে একাধিকবার কথা হয়েছে। ফিরে দাওয়াত খেতে যাওয়ার কথা। কিন্তু বাড়ি না ফিরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। তাই কার মনে কী চলছে, কাজ করে কী আর বুঝব?

এছাড়া দিল বেচারা সিনেমার শুটিংয়ের সময় সুশান্তের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। স্বস্তিকা বলেন, না, না, আমি এইরকম কিছুই দেখিনি। এটা সম্পূর্ণ ভুয়া একটা খবর।

প্রসঙ্গত, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে গত জুন মাসে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সুশান্তের অস্বাভাবিকভাবে মারা যাওয়ার বিষয়ে সিবিআই-কে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এরপর নতুন করে জেরা করা হচ্ছে সন্দেহভাজন সবাইকে।