‘খান আতা বড় শিল্পী কিন্তু তিনি রাজাকার’

নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেছেন, ‘খান আতা অনেক বড় শিল্পী কোন সন্দেহ নেই। কিন্তু তিনি রাজাকার ছিলেন।’
সম্প্রতি নিউইয়র্কে এক সাংস্কৃতিক অভিবাসীদের সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘আমি গৌরব করে বলবো আমি না হলে খান আতা মারা যায় ৭১ সালের ১৬ ডিসেম্বর পরে।’

তিনি বলেন, ‘‘আবার তোরা মানুষ হ’’ এটাও একটি নেগেটিভ ছবি। মুক্তিযোদ্ধাদের সে বলতেছে আবার তোরা মানুষ হ— ‘আরে তুই মানুষ হ’ তাই না। তুই মানুষ হ তুই তো রাজাকার ছিলি।’’

নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘মুক্তিযোদ্ধাদের আবার তোরা মানুষ হ নামে ছবি করাও ছিল অপমানজনক। উদ্দেশ্যেমূলক শিরোনামে এই সিনেমা বানানো। রাজাকাররা মানুষ হ সিনেমা নির্মাণ করা উচিত ছিলো।’

খান আতাউর রহমান ১৯২৮ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালের ১ ডিসেম্বর তিনি মারা যান।

খান আতা একইসঙ্গে একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, কাহিনীকার এবং প্রযোজক। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘জাগো হুয়া সাভেরা’। চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ তার অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র।

‘নবাব সিরাজউদ্দৌল্লা’ (১৯৬৭) এবং ‘জীবন থেকে নেয়া’ (১৯৭০) চলচ্চিত্র দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। ‘সুজন সখী’ (১৯৭৫) চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে ১ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরে ‘এখনো অনেক রাত’ (১৯৯৭) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। মুক্তিযুদ্ধের পর ১৯৭৩ সালে নির্মাণ করেন ‘আবার তোরা মানুষ হ’; যার বিষয়বস্তু ছিল যুদ্ধ পরবর্তী প্রেক্ষাপট।

আর নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর জন্ম ১৫ এপ্রিল ১৯৫০। তিনি একজন বাংলাদেশি মঞ্চনাটক ও চলচ্চিত্র পরিচালক। তিনি ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের সঙ্গে তিনি বাংলা নাটকের শেকড়সন্ধানী কর্মে নিজেকে ব্যাপৃত রেখেছেন।

বাংলামঞ্চে উল্লেখযোগ্য অনেক নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘একাত্তরের যীশু’। ২০১১ সালে ‘গেরিলা’ চলচ্চিত্র পরিচালনা করে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
https://youtu.be/uH-Po2AhfrY
(ভিডিও: নেহের সিদ্দিকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ