মুক্তি পেলো হিরো আলমের ‘বগুড়ার ছোল’

গত বছর বেশকিছু গান প্রকাশ করেছিলেন হিরো আলম। আর এ বছরেও একের পর এক গান উপহার দিয়ে চলেছেন তিনি। এবার নিজের জেলা বগুড়ার আঞ্চলিক ভাষায় গান গাইলেন তিনি। ‘বগুড়ার ছোল’ শিরোনামের এই গানের কিছু অংশে র‌্যাপও রয়েছে। ইতিমধ্যে ভিডিওটি এক লক্ষ তেইশ হাজারের ও বেশিবার ভিউ হয়েছে।

ইংরেজি ও হিন্দি গানের পর এবার হিরো আলমের কণ্ঠে আঞ্চলিক গান শুনে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। গানের মান নিয়ে প্রশ্ন থাকলেও নেটিজেনদের অনেকেই প্রশংসা করছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৬ নভেম্বর হিরো আলম তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। আর এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া আসলেই থেমে থামেনকি আলম। হিরো আলম ধারাবাহিকভাবে গান করে যাচ্ছেন, এরই মধ্যে তার হিন্দি ও ইংরেজি লিরিক্সের গান মুক্তি পেয়েছে।