‘খান আতা রাজাকার’, জবাবে যা বললেন ছেলে আগুন!

নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু মন্তব্য করে বলেছেন, নির্মাতা খান আতাউর রহমান একজন রাজাকার ছিলেন।

তার এই মন্তব্যের প্রতিউত্তর দিয়েছেন ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রের নির্মাতা খান আতাউর রহমানের ছেলে কণ্ঠশিল্পী আগুন।

রোববার বিকেলে সংবাদ মাধ্যমকে আগুন বলেন, ‘বিশিষ্ট্য নাট্য ব্যক্তিত্ব এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু সাহেব আমার বাবা খান আতাউর রহমান সম্পর্কে কি যেনো বলেছেন নিউইউর্কের কোনো একটি অনুষ্ঠানে। আমি মনে প্রাণে চাইবো সেই ভিডিও ক্লিপটি ভার্চুয়াল মিডিয়ায় মাধ্যমে সারা পৃথিবীর বাংলাভাষাভাষিদের কাছে পৌঁছে যাক।’

আগুন আরও বলেন,‘যেহেতু আমার বাবা জনগণের কাছাকাছি একজন মানুষ সেক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া জানার পরে প্রয়োজনে আমি প্রেস কনফারেন্স করবো এবং সাথে থাকবে ভার্চুয়াল মিডিয়া। আমার কাছে সদুত্তর আছে। বাচ্চু সাহেবের মতো বিশিষ্ট ব্যক্তির প্রতি আমার প্রাণঢালা অভিনন্দন।’

নিউইয়র্কে অভিবাসীদের এক সাংস্কৃতিক সমাবেশে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘খান আতা অনেক বড় শিল্পী কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি রাজাকার ছিলেন। আমি গৌরব করে বলবো আমি না হলে খান আতা মারা যায় ৭১ সালের ১৬ ডিসেম্বরের পরে। ‘আবার তোরা মানুষ হ’এটাও একটি নেগেটিভ ছবি। মুক্তিযোদ্ধাদের সে বলতেছে আবার তোরা মানুষ হ— ‘আরে তুই মানুষ হ’ তাই না। তুই মানুষ হ তুই তো রাজাকার ছিলি।’

প্রসঙ্গত, খান আতাউর রহমান ১৯২৮ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালের ১ ডিসেম্বর তিনি মারা যান। খান আতা একইসঙ্গে একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, কাহিনীকার এবং প্রযোজক। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘জাগো হুয়া সাভেরা। চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘এ দেশ তোমার আমার’তার অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম