কলকাতায় অঙ্কুশ-ঐন্দ্রিলার সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের ব্যক্তিগত সহকারী পিন্টু দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার নিজ বাসভবনের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে কলকাতার একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। এদিকে পিন্টু দের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, টাকা চেয়ে প্রায়ই তার ফোনে হুমকি আসত। ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হত তাকে। পুলিশের নাম নিয়েও মানসিক চাপে রাখা হয়েছিল পিন্টুকে। সে চাপ সইতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি।

এতে গত বৃহস্পতিবার কলকাতার পুলিশের সাইবাল সেলে অভিযোগ দায়ের করেছেন পিন্টুর বোন প্রিয়াঙ্কা দে। মামলা তদন্তের প্রয়োজনে পুলিশের উচ্চকর্তাদের সঙ্গে কথা বলেছেন অভিনেতা অঙ্কুশ। ভারতীয় গণমাধ্যমকে অঙ্কুশ বলেন, ‘পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছেন। পুলিশ বলছেন, রাজস্থানি একটা গ্যাং এই কাজ করছে, তবে বিষয়টি তদন্ত করা হবে। তদন্তের স্বার্থে পিন্টুর ফোন জব্দ করেছে পুলিশ।’

এছাড়া অঙ্কুশ আরো বলেন, ‘বাপ্পা দা (পিন্টু দে) আমার কাছে কয়েক ধাপে ২ থেকে ৫ হাজার টাকা নিয়েছেন। শেষবার ৫ হাজার টাকা নিয়েছেন। কারণ হিসেবে উনি অন্য কথা বলেছিলেন, এখন জানতে পারলাম উনি প্রতারকের পাল্লায় পরেছেন।’