প্রথম বাংলা থ্রিডি সিনেমায় জয়া

মুক্তিযুদ্ধ নিয়েই লেখা আহমদ ছফার বিখ্যাত উপন্যাস ‘অলাতচক্র’। যেটি ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে মুক্তি পেতে যাচ্ছে আহমদ ছফার বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত প্রথম বাংলা থ্রিডি সিনেমা ‘আলাতচক্র’। সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশ্যে এসেছে। সেটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমার মাধ্যমে তিনিই প্রথম বাংলা থ্রিডি সিনেমার নায়িকা হিসেবে যাত্রা শুরু করলেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে আহমদ ছফার কথা ধার করেই তিনি লিখেছেন, ‘উনিশশো একাত্তর মহাসিন্ধুর কল্লোল।’

তিনি আরো লিখেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র অলাতচক্র। আগামী ১৯ মার্চ, ২০২১ এ।’

হাবিবুর রহমানের পরিচালনায় এই সিনেমায় জয়া আহসান ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আহমেদ রুবেল, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা গাজী মাহতাব হাসান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই। এছাড়াও অতিথী শিল্পী হিসেবে অভিনয় করেছেন ‘খাঁচা’ চলচ্চিত্র নির্মাতা আকরাম খান।

প্রসঙ্গত, ‘আলাতচক্র’ সিনেমার থ্রিডি চিত্রগ্রহণে ছিল মুম্বাইয়ের ‘স্কাই ওয়ার্ক স্টুডিও’। যারা রজনীকান্ত, অক্ষয় কুমারের ‘রোবট’, ‘২.০’র চিত্রগ্রহণ করেছিলেন।