প্রেক্ষাগৃহে মুক্তি পেলো অরণ্য পলাশের ‘গন্তব্য’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে ‘গন্তব্য’ সিনেমাটি নির্মাণ করেন অরণ্য পলাশ। এই সিনেমা নির্মাণ করতে গিয়ে একপর্যায়ে প্রায় নিঃস্ব হয়ে যান তিনি। অর্থাভাবে কাজ শুরু করেন মিরপুরের একটি হোটেলে। হোটেল বয়ের কাজ করছেন নির্মাতা, বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল আলোচনা শুরু হয়। রীতিমতো ভাইরাল বনে যান অরণ্য পলাশ।

টাকা না থাকায় দীর্ঘদিন আটকে ছিল ‘গন্তব্য’ সিনেমাটি। ছাড়পত্র পেলেও মুক্তির দেখা পাচ্ছিল না। প্রায় নিঃস্ব অরণ্য পলাশের পাশে দাঁড়িয়েছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তারপর সিনেমাটির পাশে দাঁড়ান প্রযোজক আনোয়ার আজাদ। তার হাত ধরেই মুক্তির দেখা মিললো সিনেমাটির।

গত শুক্রবার সারাদেশের কয়েকটি হলে মুক্তি পেয়েছে ‘গন্তব্য’। রাজধানীর স্টার সিনেপ্লেক্স, যমুনার ব্লকবাস্টার, ঈশ্বরদীর রাজু, নাগরপুরের রাজিয়া, শান্তাহরের পূর্বাশা সিনেমা হলে চলছে সিনেমাটি।

রাজধানীর স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বলেন, গতকাল শুক্রবার দর্শক তুলনামূলক ভালো ছিল। আমরা সিনেমাটি নিয়ে আশাবাদী। ধীরে ধীরে দর্শক হবে বলে মনে হচ্ছে। এমন অনেক সিনেমা আমাদের এখানে প্রথম দিকে দর্শক কম হয়েছে কিন্তু পরে মানুষ জানতে পেরেছে এবং দর্শক বেড়েছে। ‘গন্তব্য’ সিনেমার ক্ষেত্রে এমনটা হতে পারে বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, সুইট চিলি ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছিল সিনেমাটি। তারপর এটির মালিকানা স্বত্ব কিনে নিয়েছে কানাডা ও বাংলাদেশভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘আনোয়ার আজাদ ফিল্মস’। যার কর্ণধার আনোয়ার আজাদ।

এ প্রসঙ্গে তিনি জানান, ২৬ মার্চ দেশের কয়েকটি টেলিভিশনে সিনেমাটি প্রচারের পরিকল্পনা আছে। তারপর সাব টাইটেল যুক্ত করে ফেস্টিভ্যাল এবং ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরিকল্পনা করছেন তারা। ‘গন্তব্য’ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, আমান রেজা, আফফান মিতুল, এলিনা শাম্মী, কাজী রাজু, কাজী শিলা, মাসুম আজিজ এবং জয়ন্ত চট্টোপাধ্যায়।