বাংলাদেশে আসতে চান ম্যাকগাইভার

ম্যাকগাইভারের কথা মনে আছে? আশির দশকের বিখ্যাত চরিত্র। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বিজ্ঞানের সূত্রের ভিত্তিতে বেছে নিতেন নানা কৌশল। সুইস নাইফের সাথে হাতের কাছে থাকা কাগজ, কলম, চুইংগাম, ডাক টেপ, পেপার ক্লিপ, বালি, গাছের ডালসহ নানা বস্তু সেট করে অস্ত্র বানিয়ে শক্রদের নাকানিচুবানি খাওয়াতেন।

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ম্যাকগাইভার’ এ মূল চরিত্রে অভিনয় করা রিচার্ড ডিন অ্যান্ডারসন বাংলাদেশে আসতে চান। বৃহস্পতিবার অস্টেলিয়ার সিডনিতে বাংলাদেশের এক ভক্তকে এমন ইচ্ছার কথা জানান তিনি। ভক্তের নাম শিপলু রহমান খান।

শিপলু বলেন, ‘আমি ম্যাকগাইভারের অনেক বড় ভক্ত। ছোটবেলায় ম্যাকগাইভার চরিত্রে অভিনয় করা রিচার্ড ডিন অ্যান্ডারসনের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ করি। তিনি আমাকে অটোগ্রাফসহ ছবিও পাঠান।’

ম্যাকগাইভারকে দেখতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘ম্যাকগাইভার একটা ইভেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়া আসবেন জেনে আমিও বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে আসি। বৃহস্পতিবার আমাকে ২০ মিনিট সময় দেবেন বলে জানান। দেখা হওয়ার পর আমি বাংলাদেশে তাকে নিয়ে কী ধরণের উন্মাদনা হয় সেটা বলি। তাকে নিয়ে লেখা বিভিন্ন আর্টিক্যালের পেপার কাটিং দেখাই। আমাদের কথা হয় দেড় ঘণ্টা। বাংলাদেশে তার ভক্ত আছে এটা তিনি জানেন। কিন্তু তাকে নিয়ে এত উন্মাদনা হয় এটা তার ভাবনাতীত। সব শুনে তিনি বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করেন।’

১৯৮৫ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১৯৯২ সালের ২১ মে পর্যন্ত মোট ৭টি সিজনে ১৩৯টি পর্বে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলে প্রচারিত হয় ম্যাকগাইভার। সেসময় বিটিভিতে টিভি সিরিজটি প্রচার হয়। পরবর্তীতে এই সিরিজটি বাংলায় ডাবিং করেও প্রচার করা হয়। তখন এই টিভি সিরিজ ছিল ছোট-বড় সকলের সবচেয়ে জনপ্রিয় একটি সিরিজ।

১৯৯০ সালের ব্যাপক জনপ্রিয়তার কারণে বিটিভি ২০১০ সালে আবারও বাংলায় ডাবিং করে প্রচার করে। তখনও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে ‘ম্যাকগাইভার’! সৌজন্যে- চ্যানেল আই অনলাইন