নামের পিছনে পদবি ব্যবহার করেন না কেন এই তারকারা?

বলিউডের কয়েক জনপ্রিয় তারকারা তাদের নামের পিছনে পদবি ব্যবহার করেন না। কিন্তু না করার কারণ বা রহস্য অবশ্য়ই আছে। চলুন জেনে নেওয়া যাক সে রহস্য-

\"\"

রেখা: ভানুরেখা গণেশন থেকে শুধুমাত্র রেখা। সময়ের সঙ্গে সঙ্গে বড় ও ‘জটিল’ নামটি ইন্ডাস্ট্রির সকলের মুখে মুখেই ছোট হয়ে গিয়েছিল রেখার ক্ষেত্রে।

\"\"

টাবু: পুরো নাম তবস্সুম হাশমি। কিন্তু, বলিউডে পা দেওয়ার পর জটিল নামের অসুবিধা কাটাতে নিজের নাম ও পদবি ছেঁটে ফেলেছিলেন টাবু।

\"\"

কাজল: পুরো নাম কাজল মুখোপাধ্যায়। কিন্তু বাবা সমু মুখোপাধ্যায়ের সঙ্গে মা তনুজার বিচ্ছেদের পর নিজের নাম থেকে পদবী বাদ দেন কাজল।

\"\"

তামান্না: পুরো নাম তামান্না ভাটিয়া। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সংখ্যাতত্ত্বের হিসাব মেনে নিজের নামের বানান বদলেছেন তামান্না। বাদ দিয়েছেন পদবিও।

\"\"

গোবিন্দ: নামে কোনও জটিলতা চাননি গোবিন্দ অরুণ আহুজা। তাই সব ছেঁটে শুধু গোবিন্দ নামেই জনপ্রিয় হয়েছেন তিনি।

\"\"

আসিন: আসিন থট্টুমকাল। বড় আর জটিল পদবি সাধারণের পক্ষে মনে রাখা অসুবিধাজনক। তাই, শুধুমাত্র নিজের নামটিই ব্যবহার করেন আসিন।

বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ