\’ধর্মগুরু\’ রাম রহিমকে নিয়ে মুখ খুললেন পুনম পাণ্ডে

দুই নারী ধর্ষণের দায়ে ২০ বছর সাজা ভোগ করছেন ভারতের স্বঘোষিত \’ধর্মগুরু\’ রাম রহিম সিং। রাম রহিমকাণ্ড নিয়ে বর্তমানে আলোচনার ভারতসহ বিভিন্ন দেশে।

সেই রাম রহিমকে নিয়ে মন্তব্য করেছেন ভারতের আলোচিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে।

তিনি বলেছেন, \” রাম রহিম সিংকে \’বাবা\’ বলে সম্বোধন করবেন না। রাম রহিম সিং একজন ধর্ষক। সে কোনোভাবেই ঈশ্বরের দূত হতে পারে না। এই ধরনের মানুষ আসলে ঠকবাজ।\”

একই সঙ্গে ভারতীয় বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখে পুনম বলেন, \”আইনের চোখে সবাই সমান। রাম রহিমের এই সাজা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ।\”

১৫ বছর আগে ২০০২ সালে নিজের আশ্রমে দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে সোমবার (২৮ আগস্ট) হরিয়ানা প্রদেশের রোহতক শহরে সোনারিয়া কারাগারে বিশেষ আদালত বসিয়ে রাম রহিমকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত শুক্রবার পাঁচকুলা শহরে অবস্থিত সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আদালত গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর তার ভক্ত-সমর্থকদের সঙ্গে ওইদিন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। হরিয়ানা প্রদেশের পাঁচকুলা ও পাঞ্জাবে ব্যাপক তাণ্ডবের ঘটনা ঘটে। এতে অন্তত ৩৮ জন নিহত হন। আহত হয়েছেন আরো অনেকে। সূত্র: জি-নিউজ

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম