এবার ঈদে হল কাঁপাবে শাকিব-বুবলির রংবাজ

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘রংবাজ’। শাকিব খান ও বুবলি জুটির অভিনয় আলো করবে সর্বাধিক ১৫৬টি হল। ছবিটি নিয়ে গণমাধ্যমের সাথে কথা হয়েছে পরিচালক আব্দুল মান্নানের।

‘রংবাজ’-এর নামকরণ নিয়ে নির্মাতা বলেন, ‘ছবির মূল কাহিনী গড়ে উঠেছে পুরান ঢাকার একজন রংবাজকে ঘিরে। আর ছবির প্রকাশিত গান, পোস্টার, ট্রেলারে শাকিব খানের লুক দেখলেই বুঝতে পারবেন নামকরণের কারণ।’

ঈদে তো আরো দুটি ছবি মুক্তি পাবে— অহংকার ও সোনা বন্ধু। ওই ছবিগুলো রেখে কেন দর্শক আপনারটি দেখবে? ‘আমাদের ছবিটিতে পঞ্চপদের রসায়ন রয়েছে। নাচ, গান, ফাইট সবই পাবেন দর্শক। ছবিটি দেখে দর্শকরা আনন্দ পাবেন। আরেকটি কথা— এবারের ঈদ হবে রংবাজময়।’

শাকিব খান ও বুবলি জুটির আরেক ছবি ‘অহংকার’ মুক্তি পেলেও ‘রংবাজ’র ব্যবসায় প্রভাব ফেলবে না— এমন দাবি আব্দুল মান্নানের।

তিনি বলেন, ‘আমি কারো সাথে তুলনায় যাবো না। আমাদের ছবিটি বিশাল আয়োজনের ছবি। প্রযোজক টাকা দিতে কমতি করেন নাই। দর্শকের বিনোদনেরও কোনো কমতি হবে না।’

‘রংবাজ’-এর গানের শুটিং হয়েছে সুইজারল্যান্ড, ভারত ও ইতালিতে। মূল দৃশ্যায়ন হয়েছে বাংলাদেশের পাবনায়। মনোরম লোকেশনে চিত্রায়ন দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকবে বলেও জানালেন আব্দুল মান্নান।

সর্বশেষ তিনি সবাইকে ‘রংবাজ’ দেখার আহ্বান জানিয়ে বলেন, ‘রংবাজ বারবার দেখুন। কিন্তু রংবাজি করবেন না।’

বাংলাদেশ সময় : ১৭৩০ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ