ঝিনাইদহে বজ্রপাতে ২ জনের মৃত্যু

ঝিনাইদহে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলায় গোলাম মোস্তফা ওরফে মেজ বুড়ো (৪৩) নামের এক কৃষক ও  মহেশপুর উপজেলায় জাহিদুল ইসলাম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

এসময় আহত হয়েছে মিরাজুল ইসলাম (২৫) নামে আরো একজন। গোলাম মোস্তফা সদর উপজেলার বংকিরা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও জাহিদুল মহেশপুর উপজেলার পাকরাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে। আর আহত মিরাজুল একই গ্রামের নফর উদ্দীনের ছেলে।

সদর উপজেলার বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা সফিউল ইসলাম জানান, শুক্রবার সকালে মোস্তফা ধান ক্ষেতে পানি দিতে মাঠে যায়। মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোলাম মোস্তফার স্বজনরা মাঠ থেকে মৃতদেহ উদ্ধার করে বাড়িতে আনে।

এদিকে, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবির হোসেন জানান, সকালে মাঠ থেকে বাড়ী ফিরছিল জাহিদুল ও মিরাজুল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই জাহিদুল মারা যায়। এঘটনায় আহত হয় মিরাজুল। স্থানীয়রা মিরাজুলকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বাংলাদেশ সময় : ১৭৪১ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ