\’টম ক্রজের কারণে মারা গেছেন দুই স্টান্ট পাইলট\’

মার্কিন অভিনেতা টম ক্রুজের উচ্চাভিলাষী ও বিপজ্জনক স্টান্ট দৃশ্যে সহায়তা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তার পরবর্তী সিনেমা ‘আমেরিকান মেইড’-এর দুই ক্রু পাইলট- সম্প্রতি আদালতে দেওয়া তথ্য প্রমাণ থেকে ধারণা করা হচ্ছে এমনটাই।

দুই বছর আগে এই সিনেমার শুটিং করতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে মারা যান অ্যালান পারউইন এবং কার্লোস বার্ল নামের দুই পাইলট। ২০১৬ সালে তাদের মৃত্যুর জন্য টম ক্রুজ ও সিনেমার পরিচালক ডাগ লিম্যানকে অভিযুক্ত করে মামলা করা হয়। অপরিকল্পিতভাবে এই বিপদজনক দৃশ্যটি ধারণ করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

সম্প্রতি ওই মামলার শুনানিতে বাদীপক্ষ উপস্থাপন করেছে ওই সময়ে সিনেমার প্রযোজকদের কাছে লেখা অ্যালান পারউইনের একটি ইমেইল।

সেখানে তিনি লিখেছিলেন, \’\’আমেরিকান মেইড\’ আমার দেখা সবচেয়ে বিপজ্জনক ছবি। আপনাদের কোনো ধারণা নেই প্রতিবার যখন আমরা আকাশে উড়ি তখন টম ক্রুজের জন্য আমাদের কী পরিমাণ ঝুঁকির মধ্যে থাকতে হয়। দুর্ঘটনায় পতিত হওয়া থেকে সবাইকে নিরাপদে রাখা অত্যন্ত কঠিন একটি কাজ হয়ে পড়েছে।\’\’

অ্যালান পারউইনের ইমেইলের ভিত্তিতে সিনেমাটির প্রযোজকেরা নির্মাতা ডাগ লিম্যানের বিরুদ্ধে বীমা প্রতিষ্ঠানের কাছে লিখিত অভিযোগও জানিয়েছিলেন সেসময়। অ্যালান পারউইন ছিলেন হলিউডের অন্যতম জ্যেষ্ঠ স্টান্ট ক্রু, যিনি এর আগে কাজ করেছিলেন ‘পার্ল হারবার’ ও ‘ট্রান্সফরমার্স’-এর মতো অ্যাকশন চলচ্চিত্রে। ওই দুর্ঘটনায় আরেক ক্রু প্রাণে বেঁচে গেলেও তিনি পরবর্তীতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।

২০১৫ সালের সেপ্টেম্বরে বিমান দুর্ঘটনাটি ঘটেছিলো । ২০১৬ সালের এপ্রিলে হত্যা মামলাটি দায়ের করা হয়। চলতি মাসের ২৯ তারিখ \’আমেরিকান মেড\’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ