টিকা-বিরোধিতা মানে বিজ্ঞান-বিরোধিতা – তসলিমা নাসরিন

গত মঙ্গলবার তসলিমা নাসরিন করোনার টিকা নেন। তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট এ তসলিমা লিখেন, “গতকাল আমি আস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ইউনিভার্সিটির টিকা নিলাম। কিন্তু চেনা অচেনা মানুষের মধ্যে লক্ষ্য করেছি, টিকা না নেওয়ার পক্ষেই সংখ্যা ভারী। খবরে এবং সোশ্যাল মিডিয়াতেও দেখছি অনেকে টিকার বিরোধিতা করছে। বিশ্বজুড়ে টিকা-বিরোধী লোক দল পাকাচ্ছে। বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ইউক্রেইন, রাশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া- কোথায় টিকা-বিরোধী নেই? ভারতে লক্ষ্য করেছি, মোদিবিরোধী লোকেরা টিকা-বিরোধী। বিজেপি-বিরোধী রাজনৈতিক দলের নেতারা তো প্রকাশ্যেই বলছেন মোদির টিকা তাঁরা নেবেন না, কেউ কেউ বলছেন মোদির টিকা নিলে তাঁরা নপুংসক হয়ে যাবেন। কেউ বলছেন, জনসংখ্যা কমানোর উদ্দেশে জনগণকে টিকা দেওয়া হচ্ছে। ওদিকে বাংলাদেশে বিরোধী দল বিএনপির কেউ কেউ বলছেন, এই টিকা বিএনপির লোকদের মেরে ফেলার জন্য দিচ্ছে সরকার। অস্ট্রেলিয়ার টিকা-বিরোধীরা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন টিকা তৈরি করতে যেখানে ১০ বছর লাগে, সেখানে ১ বছরে কী করে টিকা তৈরি হলো? আরও নানা রকম অদ্ভুত প্রশ্ন এবং মন্তব্য টিকা-বিরোধীদের কাছ থেকে আসছে। আমি অবাক হই, এতগুলো মানুষের যুক্তি বুদ্ধি কী করে হঠাৎ লোপ পেয়ে গেল! কভিড শুরু হওয়ার শুরু থেকেই আমরা বিশ্বের বিজ্ঞানীদের কাছ থেকে জানতে পারছিলাম করোনাভাইরাসের নাড়ি নক্ষত্র, এর গতি-প্রকৃতি। সংক্রামক ব্যাধির বিশেষজ্ঞরা আমাদের প্রতিনিয়ত জানাচ্ছিলেন করোনাবিষয়ক প্রতিটি তথ্য। এমন কী ঘটেছে যে মানুষ সব ভুলে গেছে? ১০ বছরের জায়গায় ১ বছরে টিকা তৈরি করতে, কত বিলিয়ন ডলার খরচ হয়েছে, কত হাজারো বিজ্ঞানী দিন-রাত পরিশ্রম করে গেছেন, এখনও করছেন, সে কথাও টিকা-বিরোধীরা ভুলে গেছে। টিকা তৈরির শুরু থেকে কোম্পানিগুলো আমজনতাকে জানাচ্ছে কীভাবে টিকা বানিয়েছে, কত মানুষের ওপর ট্রায়াল হলো, ট্রায়ালের কী ফল হলো, সব। রোগ এবং রোগমুক্তির যাবতীয় তথ্য এত নিখুঁতভাবে মানবজাতি, আমার মনে হয় না, এর আগে পেয়েছে। আজ যে প্রশ্নগুলো মানুষ করছে টিকা না নেওয়ার পক্ষে, প্রতিটির উত্তর সংক্রামক ব্যাধির বিশেষজ্ঞরা আগেই দিয়েছেন, টিকা-বিজ্ঞানীরাও দিয়েছেন। টিকা-বিরোধিতা আসছে ব্যক্তিগত সংশয় থেকে; একজনের দ্বিধা আরেকজনের মধ্যে সংক্রামিত হচ্ছে, তা থেকে; আসছে ষড়যন্ত্র থিওরির কবলে পড়া কিছু লোকের কাছ থেকে, আসছে যুক্তি বুদ্ধি না খাটিয়ে বিদ্রোহী হওয়ার আনন্দে মেতে থাকা থেকে, আসছে সরকার-বিরোধিতা থেকে।

করোনাভাইরাসে বিশ্বের ১২ কোটি লোক সংক্রামিত হয়েছে, ২৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে-তারপরও টিকা-বিরোধীরা বলছে এ ভাইরাস মারাত্মক নয়, অন্য ভাইরাস এর চেয়েও মারাত্মক, অন্যান্য রোগে এর চেয়ে বেশি মানুষ মারা যায়। অন্যান্য রোগে বেশি মানুষ মারা যায় তাই বলে কি এই ভাইরাস থেকে আমাদের মৃত্যু বন্ধ করতে হবে না? ইবোলা, ডেংগি ইত্যাদিতে মানুষের মৃত্যুর হার বেশি, তাই বলে এই করোনাভাইরাসকে, অতিমারীর এই ভয়াবহতাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে? এইডসের টিকা আজও আবিষ্কার করা যায়নি বলে করোনার টিকাও আবিষ্কার করা যাবে না, এটিও বড় সরলীকরণ। আমরা কি জানি না কোনও রোগের চিকিৎসা নেই, কোনও রোগের আছে! আমাদের চিকিৎসা-বিজ্ঞান আপাতত আমাদের এটুকুই দিতে পেরেছে। আমরা বেশ কিছু অসুখ-বিসুখ থেকে একশ’ভাগ আরোগ্য লাভ করার চিকিৎসা পাইনি, কিন্তু গত ১০০ বছরে যা পেয়েছি, তার কি তুলনা হয়? এককালের দুরারোগ্য ব্যাধিও আজকাল কী দ্রুত সেরে যাচ্ছে! রোগ শোকে চিকিৎসা বিজ্ঞানের ওপর আমাদের ভরসা করতেই হবে। চিকিৎসা-বিজ্ঞান আমাদের যতটা সুস্বাস্থ্য দেবে, ততটা আর কেউ দিতে পারবে না। টিকা-বিরোধিতা করা মানে বিজ্ঞানের বিরোধিতা করা। মূর্খ এবং ধর্মান্ধরা সমস্ত ভালো কিছুর বিরোধিতা করে। আমি এতে আর অবাক হই না। কিন্তু মানবজাতির এই দুঃসময়ে শুধু ধর্মান্ধ এবং মূর্খই নয়, কিছু বিজ্ঞানে বিশ্বাসী লোকও মানবতার ক্ষতি করতে নেমেছে। এখন প্রশ্ন হলো, আসলেই ওরা কি বিজ্ঞানে বিশ্বাসী? হয়তো ওরা কখনও বিশ্বাস করে, কখনও আবার করে না। লক্ষ্য করেছি, ট্রাম্পের আদর্শে যে মাস্ক-বিরোধী একটি গোষ্ঠী গড়ে উঠেছিল, ওরা সগৌরবে টিকার বিরোধিতা করছে। ট্রাম্প কিন্তু টিকা নিয়েছেন। টিকা নিচ্ছেন না ট্রাম্পের ভক্তকুলের অনেকেই। নেতারা জনতাকে বিভ্রান্ত করেন, ফলে জনতা নিজেদের ক্ষতি করতে সংকোচ করে না। কিন্তু নেতাদের কোনও ক্ষতি নেতারাই হতে দেন না। নেতাদের চরিত্র অনেকটা মুসলমানদের পীর, আর হিন্দুদের বাবার মতো। নিজেরা আমোদ স্ফুর্তি আখের গোছানো সবই করছেন, ওদিকে শিষ্যদের সর্বস্বান্ত করছেন, বিভ্রান্ত করছেন। আমরা তো জানিই ভক্তরা কীভাবে বিশ্বাসের আফিমে বুঁদ হয়ে থাকে। অস্ট্রেলিয়ার ইমাম সুফিয়ান খলিফা তাঁর অনুসারীদের বলে দিয়েছেন তারা যেন টিকা না নেয়, তারা যেন পয়গম্বরকে অনুসরণ করে, তারা যেন বিশ্বাস করে যে ইসলাম টিকার বিপক্ষে। এইসব ধর্মগুরু কিন্তু গোপনে ঠিকই টিকা নেবেন, অসুস্থ হলে ঠিকই হাসপাতালে যাবেন। শুধু মুসলিম ধর্মগুরুই নন, গির্জার বিশপরাও টিকার বিরোধী।”

সংবাদ সূত্রঃ তসলিমা নাসরিনের ভেরিফাইড ফেসবুক পেজ