সন্তান জন্মদানে কত বয়সে বেশি সক্ষম পুরুষেরা!

বাচ্চা নেওয়ার ব্যপারে বেশি দেরি করা যাবে না। বেশি দেরি করলে পরে আর বাচ্চা হবে না- এমনটাই মাঝে মাঝে বলে থাকেন আমাদের মুরুব্বিরা।

কিছুদিন আগে বিশেষজ্ঞরাও বলতেন। বয়স বাড়লে কমে যায় সন্তান উৎপাদন ক্ষমতা। তবে এই ধারণা ভুল প্রমাণিত করল ব্রিটিশ বিজ্ঞানীদের নতুন গবেষণা।

এতে দেখানো হয়েছে, ৪০ পার করাদের শুক্রাণু থেকে সন্তান উৎপাদনের সম্ভাবনা অনেক বেশি হয়। অর্থাৎ, শুক্রাণু দাতা যদি মধ্যবয়সী পুরুষ হন, তবে মহিলাদের গর্ভধারণের সম্ভাবনা থাকে বেশি।

ইউকে-র নতুন গাইডলাইনে বলা হয়েছিল, শুক্রাণু দাতার বয়স হতে হবে চল্লিশের নিচে। কিন্তু, সমীক্ষা সেটিই ভুল প্রমাণ করছে।
১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মোট ৪০ হাজার ৪০০টি ইউভিএফ চিকিৎসা পদ্ধতির ওপর এই সমীক্ষা চালানো হয়েছিল।

দেখা গেছে, ২০ বছরের নিচে শুক্রাণুদাতাদের থেকে ইউভিএফ পদ্ধতিতে গর্ভধারণ যেখানে সম্ভব হয়েছে ২৮.৩ শতাংশ, সেখানে ৪১ থেকে ৪৫ বছর বয়স্ক দাতাদের শুক্রাণু থেকে ইউভিএফ পদ্ধতিতে গর্ভধারণ সফল হয়েছে ৩০.৪ শতাংশ ক্ষেত্রে।

বয়সের সঙ্গে শুক্রাণুর ক্ষমতা কমার কোনো সম্পর্ক নেই। তবে এটা অনেকাংশে নির্ভর করে শুক্রাণুর মানের ওপর। তথ্য সূত্র: এমসিডিসি

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে