এখন সংলাপের সুযোগ নেই: কাদের

বিএনপির সঙ্গে সংলাপের কোনো চিন্তা এখন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন। মন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে সংলাপের চিন্তা আগে ছিল, সেই সময় চলে গেছে।

আজ বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেছেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। জাতীয় পার্টি বা তাদের কেউ কেউ যদি আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, সেটা তাদের নিজেদের বিষয়।

এ সময় নির্বাচন সামনে রেখে বিরোধীদলগুলোর সঙ্গে সংলাপের সময় পেরিয়ে গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, সময় খুব কম। এখন যেকোনো সময়, যেকোনো দিন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এখন এই সময়ে কখন সংলাপ হবে আর কখন নির্বাচনের প্রক্রিয়া চলবে? সংলাপের সময় পেরিয়ে গেছে। পেরিয়ে যাওয়া সময়কে এগিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নেই।

 

Scroll to Top