আসছে ভর্তি পরীক্ষা; কীভাবে নেবেন বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের প্রস্তুতি

ভর্তি পরীক্ষা যত এগিয়ে আসে, ততই মনে ভর করতে থাকে অজানা এক উদ্বেগ। তাই শেষ সময়ে এসে অনেকেই ঘাবড়ে যান। পুরোনো পড়াগুলোই কীভাবে ঝালাই (রিভিশন) করবেন, বুঝে উঠতে পারেন না। কৌশলগত প্রস্তুতি তাই খুব জরুরি।

আসছে ডিসেম্বর-জানুয়ারি মাসে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান—এই তিন বিষয় অধিকাংশ ভর্তি পরীক্ষাতেই থাকে। তাই আজ এই তিন বিষয়ের প্রস্তুতি সম্পর্কেই আলাপ করব।

শেষ সময়ে কী কী পড়ব

শেষ মুহূর্তের রিভিশনটা এমনভাবে করা উচিত, যেন একদম মৌলিক (বেসিক) বিষয়গুলো বাদ পড়ে না যায়। এ জন্য মূল বইগুলোকে সব চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বাংলার ক্ষেত্রে যেমন পুরো সিলেবাসের সব গদ্য, পদ্য, নাটক-উপন্যাস মূল বই থেকেই আগে খুব ভালো করে রিভিশন করে নিতে হবে। এরপর যদি কোনো অংশে সমস্যা থাকে, সে ক্ষেত্রে সহায়ক বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে। বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো ভর্তি পরীক্ষায় বারবার আসে, সেগুলোর ওপরই জোর দিতে হবে।

Scroll to Top