স্কুলে স্কুলে মাদক লজেন্স আতঙ্ক

স্কুলের বাচ্চাদের লজেন্সের মোড়কে মাদক খাওয়াতে নেমেছে একটি চক্র। আর এ নিয়ে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে বিষয়টি দেখভালে মাঠে নেমেছে প্রশাসন। আর এমন ঘটনা ঘটছে ভারতের কলকাতা, দিল্লি ও মুম্বাইসহ বিভিন্ন স্কুলগুলোতে।

এ বিষয়ে সতর্ক করতে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ইতোমধ্যে স্কুলের শিক্ষক-শিক্ষকা ও অভিভাবকদের সচেতন করার কাজ শুরু করেছেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পূর্বাঞ্চলের পরিচালক দিলীপ শ্রীবাস্তব জানিয়েছেন, কলকাতা ও বিভিন্ন রাজ্যের স্কুলগুলোতে শিক্ষার্থীদের হাতে মাদক তুলে দেয়ার বিষয়টি তাদের নজরে আসেনি।

তবে সম্প্রতি দিল্লি ও মুম্বাই শহরের এরকম ঘটনা ঘটেছে। সেখানে স্কুল ছুটি বা বিরতির সময় এক দল লোক ছাত্রছাত্রীদের ডেকে ডেকে সুন্দর সুন্দর লজেন্স হাতে তুলে দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। এই লজেন্স খেয়ে ইতোমধ্যে দুই শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল