তৃতীয় লিঙ্গের মানুষের আরো একটি সামাজিক জয়

রূপান্তরকামীদের আরো একটি সামাজিক জয়। এবার চণ্ডীগড়ে রূপান্তরকামীরা নামের আগে Mx লিখতে পারবেন। যেমন পুরুষরা লেখেন Mr ও বিবাহিত ও অবিবাহিত মেয়েরা লেখেন Ms বা Mrs, তেমনই রূপান্তরাকামী বা তৃতীয় লিঙ্গের মানুষরা লিখতে পারবেন Mx। জানিয়ে দিল ভারতের চণ্ডীগড় প্রশাসন।

চণ্ডীগড়ে নামের আগে prefix হিসেবে Mx লেখার অধিকার নিয়ে দীর্ঘদিনই দাবি জানাচ্ছিলেন রূপান্তরকামীরা। চণ্ডীগড় প্রশাসন সেই দাবি মঞ্জুর করেছে। কোনো আবেদনপত্র ও অ্যাডমিশন ফর্মে তৃতীয় লিঙ্গের মানুষরা নামের আগে Mx লিখতে পারবেন।

চণ্ডীগড়ের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রাজীব গুপ্তর বলেন, ‘ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই এই সিদ্ধান্তে সহমত হয়েছেন।’

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে